সিটিজেন চার্টার
নাগরিক সেবা কার্যক্রম
বিএআরআই- এর কার্যাবলী
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) অধ্যাদেশ ১৯৭৬ (LXII of 1976) অনুসরণে বিএআরআই একটি স্বায়ত্বশাসিত কৃষি গবেষণা প্রতিষ্ঠান। এই ইনস্টিটিউট উন্নত ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে গম, ভুট্রা, বার্লি, কাউন ও চিনা, সকল প্রকার ডাল, তৈলবীজ, কন্দাল ফসল, ফল, সবজি, ফুল ও মসলার উৎপাদন বৃদ্ধি করার জন্য বদ্ধপরিকর। উদ্ভাবিত প্রযুক্তি কৃষক, সম্প্রসারণকর্মী, এনজিও, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকলের নিকট হস্তান্তরের লক্ষ্যে নিম্নোক্ত সেবা প্রদান করে থাকে।
ক্রমিক নং | প্রযুক্তি সেবা ক্ষেত্র | সেবা প্রদানকারী কেন্দ্র/বিভাগ/শাখা |
1. | গমের উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তি | গম গবেষণা কেন্দ্র, দিনাজপুর |
2. | ভুট্রা, বার্লি, কাউন ও চিনার উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তি | উদ্ভিদ প্রজনন বিভাগ, গাজীপুর |
3. | বিভিন্ন ডাল ফসলের উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তি | ডাল গবেষণা কেন্দ্র, ঈশ্বরদী |
4. | তৈলবীজ ফসলের উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তি | তৈলবীজ গবেষণা কেন্দ্র, গাজীপুর |
5. | আলু, মিষ্টি আলু ও কচুর উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তি | কন্দাল ফসল গবেষণা কেন্দ্র, গাজীপুর |
6. | সবজি, ফল ও ফুলের উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তি | উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, গাজীপুর |
7. | মসলা জাতীয় ফসলের উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তি | মসলা গবেষণা কেন্দ্র, বগুড়া |
8. | বিভিন্ন ফসলের সমন্বিত ফসল ব্যবস্থাপনা | কৃষিতত্ত্ব বিভাগ, গাজীপুর |
9. | বিভিন্ন ফসলের মৃত্তিকা, সার (জৈব/অজৈব/জীবাণু সার) ও আর্সেনিক ব্যবস্থাপনা | মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, গাজীপুর |
10. | বিভিন্ন ফসলের রোগবালাই ব্যবস্থাপনা | উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, গাজীপুর |
11. | বিভিন্ন ফসলের পোকামাকড় ব্যবস্থাপনা, বিভিন্ন শাক সবজিতে বিষ প্রতিক্রিয়া মাত্রা নিরুপন ও বিভিন্ন কীট নাশকের গুনগতমান পরীক্ষা করা | কীটতত্ত্ব বিভাগ, গাজীপুর |
12. | ক্ষতিকর মেরুদন্ডী প্রাণী দমন ব্যবস্থাপনা | অনিষ্টকারী মেরুদন্ডী প্রাণী বিভাগ, গাজীপুর |
13. | লাগসই কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন ও ব্যবহার | এফএমপিই বিভাগ, গাজীপুর |
14. | বিভিন্ন ফসলের সেচ ও পানি ব্যবস্থাপনা | সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ, গাজীপুর |
15. | বিএআরআই উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির অর্থনৈতিক বিশ্লেষণ ও বাজার ব্যবস্থাপনা | কৃষি অর্থনীতি বিভাগ, গাজীপুর |
16. | বিভিন্ন ফসলের সংগ্রহত্তোর সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি | পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ, গাজীপুর |
17. | বিভিন্ন ফসলের বীজের মান উন্নয়ন, নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের কলাকৌশল | বীজপ্রযুক্তি বিভাগ, গাজীপুর |
18. | বিভিন্ন ফসলের উদ্ভাবিত প্রযুক্তিসমূহ কৃষকের মাঠে যাচাই-বাছাইকরণ, প্রযুক্তি গ্রহণে কৃষকদের উদ্বুদ্ধ করা, সমন্বিত খামার পদ্ধতি ব্যবস্থাপনা এবং কৃষকের চাহিদা মাফিক প্রযুক্তি উদ্ভাবন | সরেজমিন গবেষণা বিভাগ,গাজীপুর |
19. | সম্প্রসারণ কর্মী, কৃষক, জিও, এনজিও ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযুক্তি হস্তান্তর প্রশিক্ষণের ব্যবস্থা | প্রশিক্ষণ ও যোগাযোগ উইং, গাজীপুর |
20. | দেশী ও বিদেশী বই, জার্নাল সংক্রান্ত তথ্য/সেবা প্রদান | লাইব্রেরী শাখা, গাজীপুর |
21. | বিভিন্ন ফসলের জার্মপ্লাজম সংগ্রহ, মূল্যায়ন, চরিত্রায়ন ও সংরক্ষণ | উদ্ভিদ কৌলিসম্পদ কেন্দ্র, গাজীপুর |
22. | জীব প্রযুক্তির (Bio-Technology) মাধ্যমে ফসলের উন্নয়ন | জীব প্রযুক্তি বিভাগ,গাজীপুর |
23. | জলবায়ু পরিবর্তন ও প্রতিকূল – আবহাওয়া উপযোগী ফসল উৎপাদন প্রযুক্তি | সরেজমিন গবেষণা বিভাগ, কৃষিতত্ত্ব বিভাগ, গাজীপুর |
24. | আপদকালীন সময়ে বিভিন্ন ফসলের বীজ/চারা উৎপাদন ও সরবরাহ | খামার বিভাগ, গাজীপুর |
25. | বিএআরআই- এর ওয়েব সাইটের (www.bari.gov.bd) মাধ্যমে তথ্য প্রযুক্তি সেবা প্রদান | এএসআইসিটি বিভাগ, গাজীপুর |
অভিযোগ/সমস্যার প্রতিকার
পরিচালক ( সেবা ও সরবরাহ ) উপকারভোগীদের অভিযোগ/সমস্যা দ্রুততার সাথে প্রতিকারের জন্য ফোকাল পয়েন্ট হিসাবে কাজ করবেন। বিএআরআই- এর আওতাধীন ফসলের সাথে সম্পৃক্ত কৃষক/উপকারভোগীগণ তাদের অভিযোগ/সমস্যাদি প্রতিকারের জন্য প্রতিদিনই সকাল ১০টা থেকে দুপুর ১২টাপর্যন্ত সময়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তার সঙ্গে সাক্ষাত করতে পারবেন। ফোকাল পয়েন্ট সরাসরি জবাব দেবেন অথবা তিনি সেবার ধরণ অনুযায়ী অভিযোগকারী/ সুফলভোগীদের সংশ্লিষ্ট গবেষণা কেন্দ্র বা বিভাগের বিজ্ঞানীদের সাথে যোগাযোগ করিয়ে দিবেন এবং সমস্যাদির সমাধানের জন্য হালনাগাদ করে বিএআরআই- এর মহাপরিচালকের দপ্তরে নিয়মিতভাবে প্রেরণ করবেন। প্রয়োজন মাফিক মহাপরিচালক এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে অবহিত করবেন। সিটিজেন চার্টার নিয়মিতভাবে মহাপরিচালক মহোদয় পুনঃনিরীক্ষণ/পর্যালোচনা করবেন।
অভিযোগ/সমস্যার প্রতিকারের সময়সীমা
বিষয় | সময়সীমা |
অভিযোগ প্রাপ্তি স্বীকার | ১ দিন |
অভিযোগকারীর নিকট অন্তবর্তীকালীন উত্তর প্রদান | ১ সপ্তাহ |
চূড়ান্ত নিস্পত্তি | ৩ সপ্তাহ |
কৃষি মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ | প্রয়োজন মাফিক |
অঙ্গীকার নামা
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটউট দেশের ক্রমবর্ধমান বর্ধিত জনসাধারণের খাদ্য ও পুষ্টির চাহিদা মিটানোর লক্ষ্যে বিএআরআই- এর আওতাধীন ফসলসমূহের উন্নত জাত ও বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার মান উন্নয়ন করতে অঙ্গীকারাবদ্ধ।
সেবা প্রদানকারী কার্যালয় সমূহ
1. | প্রধান কার্যালয়, বিএআরআই, গাজীপুর ফোকাল পয়েন্ট কর্মকর্তাঃ পরিচালক ( সেবা ও সরবরাহ ) ফোনঃ ৯২৫২৫২৭ ফ্যাক্স : ০০৮৮-০২-৯২৬১৪১৫ ই-মেইলঃ dir.ss@bari.gov.bd |
2. | উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর ফোকাল পয়েন্ট কর্মকর্তাঃ পরিচালক (উদ্যান) ফোনঃ ৯২৫২৫২৯ ই-মেইলঃ dir.hrc@bari.gov.bd |
3. | কন্দাল ফসল গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর ফোকাল পয়েন্ট কর্মকর্তাঃ পরিচালক(কন্দাল) ফোনঃ ৯২৫২৫২৯ ই-মেইল: dir.tcrc@bari.gov.bd |
4. | গম গবেষণা কেন্দ্র, বিএআরআই, নশিপুর, দিনাজপুর ফোকাল পয়েন্ট কর্মকর্তাঃ পরিচালক (গম) ফোনঃ ০৫৩১-৬৩৩৪২ ই-মেইল: dir.wrc@bari.gov.bd |
5. | তৈলবীজ গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর ফোকাল পয়েন্ট কর্মকর্তাঃ পরিচালক (তৈলবীজ) ফোনঃ ৯২৫২৩০৩ ই-মেইল: dir.orc@bari.gov.bd |
6. | ডাল গবেষণা কেন্দ্র, বিএআরআই, ঈশ্বরদী, পাবনা ফোকাল পয়েন্ট কর্মকর্তাঃ পরিচালক (ডাল) ফোনঃ ০৭৭৩২৬-৬৩৬০৬ ই-মেইল: dir.prc@bari.gov.bd |
7. | মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই,শিবগঞ্জ, বগুড়া ফোকাল পয়েন্ট কর্মকর্তাঃ পরিচালক (পরিকল্পনা) ফোনঃ ০৫০৩৩-৬৯০৮১ ই-মেইল: dir.src@bari.gov.bd |
8. | আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই, জামালপুর ফোকাল পয়েন্ট কর্মকর্তাঃ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফোনঃ ০৯৮১-৬৩১৩৮ ই-মেইল: cso.jamal@bari.gov.bd
|
9. | আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই, যশোর ফোকাল পয়েন্ট কর্মকর্তাঃ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফোনঃ ০৪২১-৬৮৬৪৯ ই-মেইল: cso.jess@bari.gov.bd |
10. | আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই, রহমতপুর, বরিশাল ফোকাল পয়েন্ট কর্মকর্তাঃ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফোনঃ ০৪৩১-২১৭৩৮৭৫ ই-মেইল: cso.rahmat@bari.gov.bd |
11. | আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই, আকবরপুর, মৌলভীবাজার ফোকাল পয়েন্ট কর্মকর্তাঃ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফোনঃ ০৮৬১-৫৩৪৬২ ই-মেইল: cso.akbar@bari.gov.bd |
12 | আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই, হাটহাজারী, চট্রগ্রাম ফোকাল পয়েন্ট কর্মকর্তাঃ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফোনঃ ০৩১-২৬০১৫০৯ ই-মেইল: cso.hatha@bari.gov.bd |